ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশী আটক Logo গোমস্তাপুরে বিদ্যুতের পোল থেকে পড়ে এক ওয়েল্ডিং মিস্ত্রি মৃত্যু Logo নলছিটিতে “অপারেশন ডেভিল হান্ট”ঃ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেফতার ২ নেতা Logo বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী Logo নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, চারজনের বিরুদ্ধে অভিযোগ Logo লালপুরে সহকর্মীর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের অভিযোগে সিডিএ আটক Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo বাঘায় বিএনপি’র দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার Logo চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত Logo বোয়ালমারীতে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা জরিমানা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা- চিকিৎসক, নার্স,কর্মকর্তা- কর্মচারী সহ সেবা প্রদানকারিদের কাজে বাধা প্রদান করে ভয়ভীতি প্রদর্শন,গালিগালাজ ও অশালীন আচরণের প্রতিবাদে এবং বহিরাগত ড্রাইভার বুলবুল ও অনিক সহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আশাদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স সহ সকল কর্মকর্তা- কর্মচারী আন্তরিকতার সাথে জনগনের সেবা প্রদান করে আসছেন। কিন্তু বহিরাগত ড্রাইভার বুলবুল আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার হীন মানষিকতায় ভয়ভীতি প্রদর্শন,গালিগালাজ ও অশালীন আচরণ করে আসছে।

 

গত শনিবার (৯ অক্টোবর) বহিরাগত ড্রাইভার বুলবুল ও অনিক সহ নাম না জানা আরো কয়েকজন হাসপাতালের ওয়ার্ডের ভেতরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-নার্সদের মারমুখি আচরন করে অপমান অপদস্ত করে। এতে চিকিৎসা সেবা ব্যাহতসহ ওয়ার্ডে চিকিৎসারত রোগী-অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

তিনি বলেন,আশংকাজনক ব্রঙ্কোনিউমোনিয়ার এক শিশু রোগীর খিচুনিসহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় অক্সিজেনসহ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে, রোগীর লোকজন এই শিশুকে রামেক হাসপাতালে না নিয়ে বহিরাগত মাইক্রো ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিককে নিয়ে আসেন। এসময় তারা (বুলবুল আহমেদ ও অনিক) সিনিয়র স্টাফ নার্স-চিকিৎসককে মারধর, হামলা ও ভাংচুরের উদ্দেশ্য বহিরাগতদের ডেকে ওয়ার্ডের ভেতরে অকথ্য ভাষায় গালিগালাজসহ অসদাচরন করে।

 

বিষয়টি জানার পরে রোগীর কাছে গেলে ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিকসহ নাম না জানা অনেকেই মারমুখি হয়ে পড়ে। স্থানীয় লোকজন ও স্টাফদের সহযোগিতায় অফিস কক্ষে ফিরে আসেন। তিনি বলেন,এর আগেও বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসকে গালিগালাজ, আগত রোগীদের জিম্মি করে টাকা আদায়, পথ্য সরবরাহ করতে বাধা প্রদান করে চাঁদা দাবির অভিযোগ রয়েছে ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে। আমরা সন্ত্রাসমুক্ত হাসপাতাল গড়তে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে গ্রেপ্তারসহ শাস্তির দাবি করছি। উপস্থিত ছিলেন- চিকিৎসক, নার্স,কর্মকর্তা- কর্মচারীগন। এসব বিষয়ে বাঘা থানায় অভিযোগ করেছেন বলেও জানান ডাক্তার আসাদুজ্জামান আশাদ ।

 

বুলবুল আহমেদ দাবি করেন, মৃত প্রায় শিশুর চিকিৎসা প্রদানের বিষয়াদি নিয়ে ঝামেলা হয়। বাঘা থানার ওসি জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশী আটক

error: Content is protected !!

সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা- চিকিৎসক, নার্স,কর্মকর্তা- কর্মচারী সহ সেবা প্রদানকারিদের কাজে বাধা প্রদান করে ভয়ভীতি প্রদর্শন,গালিগালাজ ও অশালীন আচরণের প্রতিবাদে এবং বহিরাগত ড্রাইভার বুলবুল ও অনিক সহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আশাদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স সহ সকল কর্মকর্তা- কর্মচারী আন্তরিকতার সাথে জনগনের সেবা প্রদান করে আসছেন। কিন্তু বহিরাগত ড্রাইভার বুলবুল আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার হীন মানষিকতায় ভয়ভীতি প্রদর্শন,গালিগালাজ ও অশালীন আচরণ করে আসছে।

 

গত শনিবার (৯ অক্টোবর) বহিরাগত ড্রাইভার বুলবুল ও অনিক সহ নাম না জানা আরো কয়েকজন হাসপাতালের ওয়ার্ডের ভেতরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-নার্সদের মারমুখি আচরন করে অপমান অপদস্ত করে। এতে চিকিৎসা সেবা ব্যাহতসহ ওয়ার্ডে চিকিৎসারত রোগী-অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

তিনি বলেন,আশংকাজনক ব্রঙ্কোনিউমোনিয়ার এক শিশু রোগীর খিচুনিসহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় অক্সিজেনসহ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে, রোগীর লোকজন এই শিশুকে রামেক হাসপাতালে না নিয়ে বহিরাগত মাইক্রো ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিককে নিয়ে আসেন। এসময় তারা (বুলবুল আহমেদ ও অনিক) সিনিয়র স্টাফ নার্স-চিকিৎসককে মারধর, হামলা ও ভাংচুরের উদ্দেশ্য বহিরাগতদের ডেকে ওয়ার্ডের ভেতরে অকথ্য ভাষায় গালিগালাজসহ অসদাচরন করে।

 

বিষয়টি জানার পরে রোগীর কাছে গেলে ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিকসহ নাম না জানা অনেকেই মারমুখি হয়ে পড়ে। স্থানীয় লোকজন ও স্টাফদের সহযোগিতায় অফিস কক্ষে ফিরে আসেন। তিনি বলেন,এর আগেও বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসকে গালিগালাজ, আগত রোগীদের জিম্মি করে টাকা আদায়, পথ্য সরবরাহ করতে বাধা প্রদান করে চাঁদা দাবির অভিযোগ রয়েছে ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে। আমরা সন্ত্রাসমুক্ত হাসপাতাল গড়তে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে গ্রেপ্তারসহ শাস্তির দাবি করছি। উপস্থিত ছিলেন- চিকিৎসক, নার্স,কর্মকর্তা- কর্মচারীগন। এসব বিষয়ে বাঘা থানায় অভিযোগ করেছেন বলেও জানান ডাক্তার আসাদুজ্জামান আশাদ ।

 

বুলবুল আহমেদ দাবি করেন, মৃত প্রায় শিশুর চিকিৎসা প্রদানের বিষয়াদি নিয়ে ঝামেলা হয়। বাঘা থানার ওসি জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট