ফরিদপুরে এনসিটিএফ-এর বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ফরিদপুর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হাফসা বিনতে হায়দারের সভাপতিত্বে সভায় এনসিটিএফ ফরিদপুর জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সদস্যসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত এ সভায় বক্তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে শিশু অধিকার নিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করার ঘোষণা দেন।
এনসিটিএফ দীর্ঘদিন ধরে ফরিদপুরে শিশু অধিকার নিয়ে কাজ করে আসছে। প্রতি বছর সংগঠনটি বার্ষিক সাধারণ সভা আয়োজন করে এবং আগের বছরের কার্যক্রম পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করে।
উল্লেখযোগ্য যে, এনসিটিএফ ফরিদপুরে শিশু অধিকার সুরক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলিতে এসব কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। সভায় উপস্থিত বক্তারা সকল স্তরের জনগণের সহায়তা কামনা করেন, যাতে শিশু অধিকার নিয়ে তাদের কার্যক্রম সফলভাবে চলমান থাকতে পারে।
প্রিন্ট