ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছেঃ -মোমিন মেহেদী Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোয়ালন্দে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, গাফিলতির অভিযোগ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে আব্দুল মালেক মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধা পাড়ার খালেক মোল্লার ছেলে এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন।

 

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে মালেক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।

 

মৃত মালেকের ভাই মো. আব্দুল কাদের মোল্লা জানান, শুক্রবার ভোরে তারা দেখতে পান, পল্লী বিদ্যুতের লাইনের একটি তার রাস্তার পাশে পড়ে রয়েছে। পরে তারা বিষয়টি পল্লী বিদ্যুতের অফিসে মোবাইল ফোনে জানালে, ফোনের মাধ্যমে তারা বিদ্যুতের সংযোগ বন্ধ না করে স্থানীয়দের সতর্ক থাকতে বলেন। কিন্তু মানসিক প্রতিবন্ধী মালেক বিষয়টি বুঝতে না পেরে পড়ে থাকা বিদ্যুৎ তারটি স্পর্শ করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

 

এরপর সকাল ৮টার দিকে বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত মালেকের লাশ থেকে বিদ্যুৎ তারটি বিচ্ছিন্ন করেন।

 

এ বিষয়ে স্থানীয় শিক্ষক শাহাদাত হোসেন বলেন, “আমি সকাল ৬টায় পথের পাশে পড়ে থাকা বিদ্যুৎ তারটি দেখে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে ফোন করে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা যথাসময়ে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।”

 

 

গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. শাহিন আলম বলেন, “বিদ্যুৎ লাইনের ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কয়েকজন আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যদি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

গোয়ালন্দে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, গাফিলতির অভিযোগ

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে আব্দুল মালেক মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধা পাড়ার খালেক মোল্লার ছেলে এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন।

 

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে মালেক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।

 

মৃত মালেকের ভাই মো. আব্দুল কাদের মোল্লা জানান, শুক্রবার ভোরে তারা দেখতে পান, পল্লী বিদ্যুতের লাইনের একটি তার রাস্তার পাশে পড়ে রয়েছে। পরে তারা বিষয়টি পল্লী বিদ্যুতের অফিসে মোবাইল ফোনে জানালে, ফোনের মাধ্যমে তারা বিদ্যুতের সংযোগ বন্ধ না করে স্থানীয়দের সতর্ক থাকতে বলেন। কিন্তু মানসিক প্রতিবন্ধী মালেক বিষয়টি বুঝতে না পেরে পড়ে থাকা বিদ্যুৎ তারটি স্পর্শ করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

 

এরপর সকাল ৮টার দিকে বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত মালেকের লাশ থেকে বিদ্যুৎ তারটি বিচ্ছিন্ন করেন।

 

এ বিষয়ে স্থানীয় শিক্ষক শাহাদাত হোসেন বলেন, “আমি সকাল ৬টায় পথের পাশে পড়ে থাকা বিদ্যুৎ তারটি দেখে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে ফোন করে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা যথাসময়ে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।”

 

 

গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. শাহিন আলম বলেন, “বিদ্যুৎ লাইনের ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কয়েকজন আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যদি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


প্রিন্ট