রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ নভেম্বর) বিকেল ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, বিশেষ বক্তা ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হিরা।
পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল সরদার, উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ সানু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, পৌর যুব দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর ছাত্র দলের সভাপতি আজিম ইসলাম প্রমুখ।
প্রিন্ট