বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কালুখালী উপজেলা বিএনপি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন। এসময় পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আইনুল হাবিব,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মসলেম উদ্দিন মিঞা,কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী সহ বিএনপি ও অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীটি কালুখালীর রতনদিয়া বাজার প্রদক্ষিন করে। র্যালী শেষে কালুখালী সোনালী ব্যাংক মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কেএম আইনুল হাবিব।
- আরও পড়ুনঃ ‘অবৈধভাবে’ নিয়োগে ৩৫ বছর স্কুল শিক্ষকতা
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন। সভায় হাইকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোক্তার কবীর খান নান্নু, রাজবাড়ী জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী
বিএনপির সাবেক সদস্য সচিব মসলেম উদ্দিন মিঞা, শাহজাহান আলী মাষ্টার, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে.এম নঈমুল হক, সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাছ আলী, আলমগীর হোসেন, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদিকা আকলিমা খাতুন, স্বেচ্ছাসেবক দলের সাহাদাত হোসেন সাইফুল প্রমূখ বক্তব্য রাখেন।
প্রিন্ট