পৃথিবীর ইতিহাসে অন্যতম কালো দিন ৩রা নভেম্বর, শোকাবহ জেল হত্যা দিবস। গত ৩রা নভেম্বর ২০২৪, স্টকহোমের একটি মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ জাতীয় চার নেতার স্মরণে এবং বাংলাদেশে চলমান গণহত্যার বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সুইডেন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ড. ফরহাদ আলী খান এর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্বাধীনতার পক্ষের ও মুজিব আদর্শের অনুসারীবৃন্দ। বক্তাগণ জাতির পিতা মুজিব ও কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি জাতীয় চার নেতার আপোষহীন আনুগত্য ও বিশ্বাস আমাদের জন্য চিরস্মরণীয় ও অনুকরণীয়। বর্তমানে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। ড. মুহাম্মদ ইউনূসের অবৈধ ও অসাংবিধানিক সরকার বাংলাদেশে হত্যা, মামলা, জেল নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন করে এবং স্বাধীনতার মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূ-লুণ্ঠিত করে সমগ্র জাতিকে একটা চরম সংকটে ঠেলে দিয়ে বাংলাদেশকে নরকে পরিণত করেছে।
বক্তাগণ তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ অপশক্তির বিরুদ্ধে দেশে ও প্রবাসে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
প্রিন্ট