২৭ অক্টোবর আনুমানিক বিকাল ৫ টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুর্গাবাটী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পার্বতী রানী নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়িতে কেউ না থাকায় পার্বতী রানী গরুর খড় কাটা মেশিনের পাশে খড় নিয়ে গরুর গোয়ালে দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খড় কাটা মেশিনে ব্যবহৃত বিদ্যুতের লাইনটি নিরাপদ না হওয়ায় হাত দেওয়ার সাথে সাথে শর্ট করে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে খড় কাটা মেশিনের উপর পড়ে যায়, যেখানে ঐ লাইন খড়কাটা মেশিনের সাথে যুক্ত হয়ে যায়।
পরে প্রতিবেশীদের নজরে পড়লে তারা মেইন সুইচ বন্ধ করে পার্বতী রানীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।