মাগুরার শালিখায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুন নেছা। তিনি এইচপিভি টিকা কন্যা শিশুদের দেয়ার প্রয়োজনিয়তার উপর বিষদ আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি বলেন আপনার কন্যা শিশুকে সারা জীবনের জন্য ঝুকি থেকে বাঁচাতে এইচপিভি টিকা দিবেন। আর শিশুকালই এ টিকা নেয়ার উপযুক্ত সময়।
এ সময় আরো উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বি.এন.পি’র সভাপতি আলহাজ্ব আনিচুর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান চকলেট, উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, স্কুলের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।
প্রিন্ট