বিধান শিশু উদ্যানের (বিএসইউ) পরিচালনায় রাজ্যজুড়ে চলছে ‘প্রয়াস মক টেস্ট’। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে এই প্রাক পরীক্ষার আয়োজন করে আসছে বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ।
বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার জানান, ‘এবার রাজ্যজুড়ে ১০৬ কেন্দ্রে ৫ হাজারের বেশি মাধ্যমিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছে।’ জানা গেছে বাংলা, ইংরেজি, ভুগোল, ইতিহাস বিষয়ে ইতোমধ্যে প্রাক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি ৩ বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে।
গত ১৮ অক্টোবর প্রয়াস মক টেস্ট শুরু হয়েছে, যা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানের এই প্রয়াস মক টেস্ট পরীক্ষায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে থাকে।
প্রিন্ট