নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী ভেল্লাবাড়িয়া শাহ বাগু দেওয়ানের (র:) মাজার ও মসজিদে কিছুদিন থেকে চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত মুঘল আমলে নির্মিত এ মসজিদটিতে প্রতি শুক্রবার জুম্মা নামাজ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লী ও দর্শনার্থীদের ঢল নামে।
এ সময় অনেকে মানত পূরণ করার জন্য গৃহপালিত পশু -পাখি, পণ্য ও অর্থ দান করেন এবং ইবাদতে মসগুল থাকেন। এ সুযোগে সুযোগ সন্ধানী চোরেরা মুসল্লী ও দর্শনার্থীদের জুতা, মোবাইল, ওয়ালেট, বাইসাইকেল সহ বিভিন্ন জিনিস চুরি করছে বলে অভিযোগ উঠেছে।
কয়েকজন ভুক্তভোগীর মধ্যে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রেজাউল করিম (৪৫) বলেন, তিনি শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মা নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখেন তাঁর বাইসাইকেলটি যেখানে রেখেছিলেন, সেখানে আর নেই।নেই তো নেই। এ সময় অন্যান্য মুসল্লীগণ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক (সদস্য সচিব) শফিকুল ইসলাম শফি বলেন, তিনি সাইকেল চুরির বিষয়টি শুনেছেন। তিনি আরো বলেন, অতিদ্রুত মসজিদ কমিটির সাথে আলোচনা করে মাজার ও মসজিদ প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট