১৫ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবি মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনটি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত হয়।
সংবাদ সম্মেলনে মুক্তি আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, “মাদক ব্যবসার প্রতিবাদ করায় জাঙ্গীর পূর্বপাড়া গ্রামের সজিব ও তার সহযোগিরা আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষায় অপপ্রচার চালাচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন যে, সজিব একাধিক মামলার আসামী এবং সম্প্রতি র্যাবের হাতে গ্রেফতার হয়ে জামিনে বের হয়ে এসে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে।
মুক্তি আক্তার বলেন, “সন্ত্রাসীদের ভয়ে গত চার মাস ধরে আমরা বাড়িতে যেতে পারছি না।” সংবাদ সম্মেলনে তিনি জাঙ্গীর গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
এ সময় মুক্তি আক্তারের পরিবার ও বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন তার ভাই সোহাগ মিয়া, মা দিলরুবি বেগম, খালা শাহিনুর বেগম, নার্গিস বেগম এবং সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী নাবিল, দিদার, আবির প্রমুখ।
প্রিন্ট