অতিরিক্ত মদ্যপানে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামে ২ যুবকের মৃত্যু, একজন গুরুতর অসুস্থ। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান, সোমবার দিবাগত রাতে অতিরিক্ত মদ্যপানে ধনেশ্বরগাতি গ্রামের তিন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
আজ মঙ্গলবার সকালে শ্রীরাম গুশায়ের ছেলে দিগন্ত গোসাই (২২) মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে মনোরঞ্জন দাশের ছেলে সবুজ দাস (২৬) যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহতদের আরেক বন্ধু গণপতি গোসাইয়ের ছেলে অনিমেষ গুশাই (২৪) গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি রয়েছে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভেজাল এবং অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে।
প্রিন্ট