আজকের তারিখ : ডিসেম্বর ৪, ২০২৪, ২:২০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৫, ২০২৪, ৫:৪৮ পি.এম
মাগুরার শালিখা উপজেলার মদ্যপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ এক
অতিরিক্ত মদ্যপানে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামে ২ যুবকের মৃত্যু, একজন গুরুতর অসুস্থ। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান, সোমবার দিবাগত রাতে অতিরিক্ত মদ্যপানে ধনেশ্বরগাতি গ্রামের তিন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
আজ মঙ্গলবার সকালে শ্রীরাম গুশায়ের ছেলে দিগন্ত গোসাই (২২) মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে মনোরঞ্জন দাশের ছেলে সবুজ দাস (২৬) যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহতদের আরেক বন্ধু গণপতি গোসাইয়ের ছেলে অনিমেষ গুশাই (২৪) গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি রয়েছে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভেজাল এবং অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha