ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে শেখ হাসান (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া মাদ্রাসা ঘাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) এর ৫ এর ১ ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়।
জানা যায়, শেখ হাসান দীর্ঘদিন ধরে নদী, খাল ও বিলসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু কেটে আসছিলেন। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী অনেক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল। অবশেষে অভিযোগের ভিত্তিতে বালু কাটার সময় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট