প্রথম আলো বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে ফরিদপুর বন্ধুসভার সদস্যরা ফরিদপুরের তিনটি উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে নারীদের মাঝে ডেঙ্গু সচেতনতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সভা আয়োজন করেছে।
সভার মাধ্যমে উপস্থিত নারীদেরকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
গত বুধবার, বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যগ্রামে শামীমা বেগমের বাড়ির উঠানে এবং একইদিন দুপুর আড়াইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে সালমা বেগমের উঠানে সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, সোমবার, বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মধুখালি উপজেলার কামারখালী গ্রামের আসমা বেগমের বাড়িতেও সভা অনুষ্ঠিত হয়।
এই তিনটি সভায় দুই শতাধিক বিভিন্ন বয়সের নারী অংশ নেন। সচেতনতামূলক এ সভায় মূল আলোচনা করেন ফরিদপুর বন্ধুসভার সদস্য তৃষা দাস, এ সময় সহযোগিতা করেন বন্ধু সভার সদস্য সুব্রত পাল ও সজিব দত্ত।
সভায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরি করতে বলা হয় যে, রাতের পাশাপাশি দিনে ঘুমালেও অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। দীর্ঘ দিন ধরে কোথাও পানি জমিয়ে রাখা যাবে না এবং ঘর ও বাড়ির আশেপাশে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
বাল্যবিবাহের কুফল তুলে ধরে বক্তারা বলেন, অপরিণত বয়সে কিশোর বা কিশোরীকে বিয়ে দেওয়া যাবে না। এতে শারীরিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা থাকে এবং সন্তান জন্ম নেবে অপুষ্টির কারণে। তাই পরিণত বয়স না হলে বিয়ের আয়োজন করা যাবে না।
প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার অর্থ সম্পাদক লক্ষণ চন্দ্র মন্ডল জানান, প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজের সাথে থাকে এবং সূচনা লগ্ন থেকে এ দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রিন্ট