মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা মনোয়ার হোসেন খান ও হাসান ইমাম সুজা খান। এ সময় তারা বলেন, “হিন্দু-মুসলিম ভাই ভাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। সংখ্যালঘু শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে সবাই নাগরিক, আমরা সবাই বাংলাদেশী।”
মনোয়ার হোসেন খান জানান, “দেশের উন্নয়ন, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা পেতে দেশের সকল নাগরিক সমান মর্যাদা রাখেন। কাজেই, সংখ্যালঘু তত্ত্বে বিএনপি বিশ্বাস করে না।”
প্রতিমা বিসর্জনের আগে শ্রীপুর উপজেলার শতাধিক পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন, “নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরে পূজা উদযাপন কমিটির নেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।”
এছাড়া, তারা আগামীতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মাগুরা জেলা ও শ্রীপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মনোয়ার হোসেন খান জানান, “বিভিন্ন মন্দির সংস্কার করতে তিনি নিরলসভাবে কাজ করবেন।”
প্রিন্ট