কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা-ভেড়ামারা প্রধান সড়কের বেহাল দশা, এই রাস্তা সংস্কার,রাস্তার জমি দখল মুক্ত,যানজট মুক্ত, ডেনেজ ব্যবস্থা চালু ও বাজার নির্বাচিত কমিটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর রবিবার সকাল ১০ টায় আল্লারদর্গা – প্রাগপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের জনগণ ও আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী বৃন্দ। প্রায় দেড় ঘন্টা ধরে চলা এই কর্মসূচি ছিল এলাকার জনগণের দাবি ও অভিযোগ তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
বক্তাদের বক্তব্য
আল্লারদর্গা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা নিচের দাবিগুলো তুলে ধরেন:
- বাজার দখল মুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং সড়কের জমি দখলমুক্ত করার দাবি জানানো হয়।
- যানজট মুক্ত: যানজট সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
- ড্রেনেজ ব্যবস্থা সচল: রাস্তার জলাবদ্ধতা দূর করতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
- রাস্তা সংস্কার: ভাঙা রাস্তার মেরামতের দাবি জানানো হয়, যা যানবাহনের চলাচলে সমস্যা সৃষ্টি করছে।
- নির্বাচিত বাজার পরিচালনা কমিটি: কিছু বহিরাগত ব্যক্তি যারা বাজারে ব্যবসা করেন না, তারা রাজনৈতিক ব্যানারে বাজার পরিচালনার দাবি করছেন, যা ব্যবসায়ীদের জন্য অসুবিধাজনক।
- আরও পড়ুনঃ লালপুরে ট্রেনে কেটে ও পানিতে ডুবে মৃত্যু
বক্তারা সাত দফা দাবির বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্বারক লিপি প্রদান করেন।
প্রিন্ট