শারদীয় দুর্গাপূজা শুরুর আগেই সনাতন ধর্মালম্বীদের মধ্যে কিছু শঙ্কা থাকলেও এবারের উৎসব জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। শনিবার (১২ অক্টোবর ২০২৪) রাজশাহীর বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কারিগরি শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত।
অনুষ্ঠানে তিনি বলেন, “এ দেশ আমার-আপনার-সবার। আমাদের পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। আমি বিভাজনে বিশ্বাস করি না।”
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি যুগ্ম সচিব পত্নী শ্রীমতি চন্দনা দত্ত বলেন, “আমাদের বড় আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা। সংখ্যালঘু বলে কেউ যেন কখনও নিজেদের ছোট না করে। সবার মর্যাদা সমান।”
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, “প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। এ বছর উপজেলায় ৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১টি বেশি। উপজেলাবাসী শান্তিপ্রিয় বলেই এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
বিএনপি নেতা অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “শুধু পূজা নয়, তারেক জিয়ার নির্দেশনা মেনে বিএনপি সব সময় দেশের সকল মানুষের পাশে থাকবে। আপনারা নিজেদের আলাদা করবেন না।”
পুলিশ কর্মকর্তা আবু সিদ্দিক জানান, “নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ভিডিপি ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, বাবুল ইসলাম, প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কর্মকর্তা মুনসুর আলী, শিক্ষাবিদ বাবুল ইসলাম এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা। পরে যুগ্ম সচিব কলিগ্রামসহ উপজেলার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রিন্ট