চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিটসহ (মদ তৈরির কাঁচামাল বা উপকরণ) যুবদল ও শ্রমিক দলের তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে দর্শনার থানার আনোয়ারপুর হঠাৎ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জেলা শ্রমিক দলের সদস্য আমিনুল ইসলাম দর্শনার আনোয়াপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে, জেলা যুবদলের সদস্য মিতুল একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে ও শফিকুল ইসলাম মৃত নূর মিয়ার ছেলে।
- আরও পড়ুনঃ ব্যবসা গোটাচ্ছে দেড় শতাধিক কোম্পানি
অভিযান সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পতাদিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তারকৃত তিন মাদককারবারীর ভাড়া বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিট (মদ তৈরির কাঁচামাল বা উপকরণ) উদ্ধার করা হয়।
প্রিন্ট