মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মানদী কূলবর্তী এলাকায় এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং রুপসা মেধা চয়ন একাডেমির প্রধান শিক্ষক লাবনী খানম।
- আরও পড়ুনঃ নবাগত অধ্যক্ষকে লাঞ্ছিত, কক্ষে তালা
সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশের প্রজনন মৌসুম। এই সময়ে কেউ মা ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহন করলে তাকে জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। উল্লেখ্য, সচেতনামূলক সভায় শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন।
প্রিন্ট