চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের টেন্ডার বাক্স প্রকাশ্যে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে কেরুজ চিনিকলের তৃতীয়তলার প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতিবছরের মত এবারো দরপত্র আহবান করা হয়। আজ সোমবার দরপত্র আহবানের শেষ দিন ছিল। এ দিন বেলা ১২টার দিকে পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্হিতিতে টেন্ডারবাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানো সম্পন্ন হয়। বাক্সটি বাইরে রাখা হলে কয়েকজন যুবক পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, টেন্ডার বাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে তারা। যেহেতু পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।
থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহিদ তিতুমির হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, কে বা কারা খালি টেন্ডার বাক্স নিয়ে ভাংচুর করেছে বলে জেনেছি। আগে থেকেই পুলিশ সেখানে ছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু খালি বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে, কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য কেরু কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভাংচুরের সঙ্গে কারা জড়িত জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখনো কাউকে আমরা সনাক্ত করতে পারিনি।
প্রিন্ট