এক বছর ধরে গাজায় বোমা হামলা ও নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননের বিরুদ্ধেও সামরিক অভিযান শুরু করেছে দেশটি। তাই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
শনিবার ফ্রান্স ইন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো একটা রাজনৈতিক সমাধানে পৌঁছানো। আর সেটা হলো গাজা যুদ্ধের জন্য আমাদের ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ফ্রান্সও ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না।
যদিও ফ্রান্স ইসরায়েলের নেতৃস্থানীয় অস্ত্র সরবরাহকারী না, তবে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে গাজার সংঘাতের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য তার এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য প্রভাব বহন করে।