বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর রাষ্ট্রায়ত্ত্ব চিনিকল সমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাট সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান, জিএম (কৃষি) মোঃ তারেক ফরহাদ, জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল, সিডিএ/সিআইডি টিপু সুলতান, জোবায়ের পারভেজ, জাহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, আব্দুল ওয়াহেদ,মোহাম্মদ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চিনি শিল্পের সব থেকে কার্যকর কৃষিবিভাগকে অবহেলা করা হয়েছে। চিনি শিল্পের উন্নয়ন এবং কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের বাঁচাতে অবিলম্বে কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
প্রিন্ট