ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্তমান সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যাবেঃ -মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু Logo লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে ৭ই ডিসেম্বর কর্মশালা সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo তানোরে সার পচার, বিতরণে অনিয়ম, হট্টগোল ও মারপিট Logo ঝালকাঠির কাঠালিয়ায় কওমী মাদরাসা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের নৃত্য দল ভারতে সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে Logo সুন্দরবন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo বাগাতিপাড়ায় স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর আত্মহত্যা ! Logo কালুখালীতে জামায়াতের কর্মী সমাবেশ Logo বাগাতিপাড়ায় জাটকা মাছ জব্দ করে দন্ড
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আবদুর রউফ কারাগারে, আজ শুনানি

ঢাকায় মিরপুর থেকে গ্রেপ্তার কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁকে ঢাকা থেকে কুষ্টিয়ায় আদালতে নেওয়া হয়। আদালতের জিআরও শাখায় কিছুক্ষণ বসিয়ে রাখার পর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

 

আবদুর রউফকে কুষ্টিয়া মডেল থানায় গত রোববার হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে জয় পান আওয়ামী লীগের নেতা আবদুর রউফ।

 

র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতে র‍্যাব-১২ ও র‍্যাব-৪–এর যৌথ অভিযানে সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাত একটার পর তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। গত বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে একটি কালো মাইক্রোবাসে খাইরুজ্জামানসহ পুলিশের একটি দল আবদুর রউফকে নিয়ে কুষ্টিয়া আদালতে আসেন। গাড়ি থেকে নামিয়ে তাঁকে আদালতের সদর জিআরও শাখায় নেওয়া হয়। এ সময় তাঁর হাতে হাতকড়া ছিল না। পাঞ্জাবি পরিহিত আবদুর রউফ হেঁটে কক্ষে যান। এ সময় তিনি হাত বাড়িয়ে সাংবাদিকদের ছবি তুলতে বারণ করেন। কক্ষে ঢোকার পর তিনি চেয়ারে বসে থাকেন। এ সময় পুলিশের কর্মকর্তারা অফিশিয়াল কাজ করতে থাকেন। রউফের কর্মী-সমর্থকেরা ও আইনজীবী ছুটে আসেন সেখানে।

 

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এ মামলার শুনানি হবে। এজন্য তাকে জেলা কারাগারে রাখা হয়েছে বলে জানান জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম।’

 

কুষ্টিয়া মডেল থানার পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত পৌনে ১১টায় কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আবদুর রাজ্জাকের ছেলে সুজন হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ৫ বছর আগে বিএনপির কর্মী সুজন মালিথাকে হত্যার অভিযোগে হওয়া ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য আবদুর রউফ এই মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে।

 

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাতে আসামিরা সবাই মিলে সুজন মালিথাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যান। আসামিরা পরস্পর যোগসাজশে সুজন মালিথাকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় গুলি করে হত্যা করেন।

 

 

মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, একই থানার সাবেক পরিদর্শক এ কে এম মিজানুর রহমান, এসআই সাহেব আলী, এসআই মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকন চৌধুরী, আওয়ামী লীগ নেতা কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দৌলা তরুণ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামসহ আরাে অনেকই। ঘটনার পাঁচ বছর পরে পুলিশের দাবিকৃত বন্দুকযুদ্ধের ঘটনায় সুজনকে বিএনপি কর্মী দাবি করে রাজনৈতিক বড় ভাই পরিচয়ে এ ঘটনাকে হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বর্তমান সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যাবেঃ -মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু

error: Content is protected !!

কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আবদুর রউফ কারাগারে, আজ শুনানি

আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

ঢাকায় মিরপুর থেকে গ্রেপ্তার কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁকে ঢাকা থেকে কুষ্টিয়ায় আদালতে নেওয়া হয়। আদালতের জিআরও শাখায় কিছুক্ষণ বসিয়ে রাখার পর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

 

আবদুর রউফকে কুষ্টিয়া মডেল থানায় গত রোববার হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে জয় পান আওয়ামী লীগের নেতা আবদুর রউফ।

 

র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতে র‍্যাব-১২ ও র‍্যাব-৪–এর যৌথ অভিযানে সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাত একটার পর তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। গত বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে একটি কালো মাইক্রোবাসে খাইরুজ্জামানসহ পুলিশের একটি দল আবদুর রউফকে নিয়ে কুষ্টিয়া আদালতে আসেন। গাড়ি থেকে নামিয়ে তাঁকে আদালতের সদর জিআরও শাখায় নেওয়া হয়। এ সময় তাঁর হাতে হাতকড়া ছিল না। পাঞ্জাবি পরিহিত আবদুর রউফ হেঁটে কক্ষে যান। এ সময় তিনি হাত বাড়িয়ে সাংবাদিকদের ছবি তুলতে বারণ করেন। কক্ষে ঢোকার পর তিনি চেয়ারে বসে থাকেন। এ সময় পুলিশের কর্মকর্তারা অফিশিয়াল কাজ করতে থাকেন। রউফের কর্মী-সমর্থকেরা ও আইনজীবী ছুটে আসেন সেখানে।

 

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এ মামলার শুনানি হবে। এজন্য তাকে জেলা কারাগারে রাখা হয়েছে বলে জানান জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম।’

 

কুষ্টিয়া মডেল থানার পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত পৌনে ১১টায় কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আবদুর রাজ্জাকের ছেলে সুজন হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ৫ বছর আগে বিএনপির কর্মী সুজন মালিথাকে হত্যার অভিযোগে হওয়া ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য আবদুর রউফ এই মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে।

 

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাতে আসামিরা সবাই মিলে সুজন মালিথাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যান। আসামিরা পরস্পর যোগসাজশে সুজন মালিথাকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় গুলি করে হত্যা করেন।

 

 

মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, একই থানার সাবেক পরিদর্শক এ কে এম মিজানুর রহমান, এসআই সাহেব আলী, এসআই মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকন চৌধুরী, আওয়ামী লীগ নেতা কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দৌলা তরুণ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামসহ আরাে অনেকই। ঘটনার পাঁচ বছর পরে পুলিশের দাবিকৃত বন্দুকযুদ্ধের ঘটনায় সুজনকে বিএনপি কর্মী দাবি করে রাজনৈতিক বড় ভাই পরিচয়ে এ ঘটনাকে হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়।


প্রিন্ট