অপি মুন্সীঃ
মাদারীপুরের শিবচরে ভাড়াটিয়া বাসা থেকে যুবায়ের চাকলাদার(২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শিবচর পৌরসভার ০৫নং ওয়ার্ডের গুয়াতলা বাহেরচর এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করা হয় যুবায়ের চাকলাদার (২১) নামে যুবকের মরদেহ।
নিহত যুবায়ের শিবচর উপজেলা রাজাচর গ্রামের সিদ্দিক চাকলাদার ছেলে।তিনি গুয়াতলা এলাকায় পরিবারের সদস্যদের সাথে বাসাভাড়া নিয়ে থাকতেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত রতন শেখ জানান, নিহত যুবায়েরে মরদেহ ঝুলন্ত অবস্থায় ঘরের লোকজন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্বজনরা জানিয়েছে, ফ্ল্যাটের ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে জুবায়ের । তারা ঘরের দরজা ভেঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় নামিয়ে পুলিশকে খবর।
জুবায়ের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ভুগছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটনের পর প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে। এছাড়া নিহত প্রিন্সের মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট