আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জানমাল রক্ষার কৌশল শেখানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এতে সভাপতিত্ব করেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ কর্মশালাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।
কর্মশালায় বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, মহামারি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বজ্রাঘাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় এবং পূর্বপ্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এতে অন্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, মো. ইয়াকুব আলী, বদরুজ্জামান মৃধা, মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার ও আবুল কালাম বক্তব্য দেন।
প্রিন্ট