রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে পাট ক্ষেতে অভিনব উপায়ে গাঁজার গাছ চাষ ও ব্যবসা করায় এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত নারী মোসাঃ চাম্পা বেগম (৪০) উপজেলার আরবাব ইউনিয়নের আবু তাহের মেম্বারের ছেলে আব্দুল বশিরের স্ত্রী।
শনিবার (২৪ মে) তাকে সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি নাবিমকে (৩৩) আটক করে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
.
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়বড়িয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আব্দুল বশিরের বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম শুকনো গাঁজা ও বাড়ির পাশে পাট ক্ষেতে লাগানো অনেকগুলো গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।
.
এ সময় আটককৃত চাম্পা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি ও পাট ক্ষেতে গোপনে গাঁজার গাছ চাষ করার কথা স্বীকার করেন। তার আটকের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চাম্পার স্বামী আব্দুল বশির পালিয়ে যান। এলাকাবাসী বসিয়ে রেখে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
.
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান জানান, যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে চাম্পা বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে চাম্পা বেগম ও ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার মধুবাড়ি গ্রামের মৃত শফিউলের ছেলে নাবিমকে শনিবার দুপুরে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট