মানিক কুমার দাসঃ
ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব তিথি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় উক্ত পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, কার্যকরী সদস্য শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, ফরিদপুর শ্রী ধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালচামটের স্থানীয় বাসিন্দা এএফএম কাইয়ুম জঙ্গি, আতাউর রশিদ বাচ্চু, ইসমাইল হোসেন লাবলু, শ্যামল চন্দ্র সাহা, নিতাই রায়, শিবু প্রসাদ দাশ, পীযূষ ঠিকাদার, বাবলু মন্ডল, ডাক্তার প্রকাশ স্বরূপ অপু, বৈদ্যনাথ সরকার, দিলীপ কুমার হালদার, নন্দকুমার বড়াল, অনুষ্ঠান পরিচালনা করেন মহানাম সম্প্রদায়ের কার্যকরী সদস্য কিশোর বন্ধু ব্রহ্মচারী।
অনুষ্ঠানে বক্তারা প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৫ তম শুভ আবির্ভাব তিথি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সর্বস্তরের জনগণের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করেন। এছাড়া উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান, ফরিদপুরের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করা হয়।
বক্তারা বলেন সকলের সম্মিলিত সার্বিক সহযোগিতার ফলে এ ধরনের একটা উৎসব সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আগামীতে তাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে মানব সেবা সাধু সংঘের উদ্যোগে মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী এবং শ্রী ধাম শ্রী অঙ্গনের সাধারন সম্পাদক ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী কে ক্রেস্ট ও ফুলের সম্মাননা প্রদান করা হয়। পরে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রিন্ট