মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর প্রশাসন আয়োজিত ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উক্ত কর্মসূচি আয়োজন করা হয়।
এই উপলক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কমিশনার ফজলে রাব্বি।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল আজম, এসিল্যান্ড (ফরিদপুর সদর) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানাসহ, ফরিদপুর জেলা প্রশাসন স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তানভীর।
আলোচনা সভায় বক্তারা বলেন “ভূমি মেলা ২০২৫ এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত সেবাসমূহ সকল মানুষের কাছে পৌঁছে দেয়া। এ উদ্দেশ্যে জেলা ও ইউনিয়ন পর্যায়ে এ মেলা পালিত হচ্ছে।
উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাবে। ভূমি সংক্রান্ত সকল সেবার জন্য অনলাইনে নির্ধারিত ফির বাইরে অন্য কোন ফি দেওয়া লাগবে না। অনলাইনের মাধ্যমে মিউটেশনের আবেদন করা যাবে। সামান্য সরকারি ফি দিয়ে মিউটেশনের কাগজপত্র সংগ্রহ করা যায়। বর্তমানে সহজেই অনলাইনের মাধ্যমে সহজেই ভূমি উন্নয়ন কর দেয়া যাচ্ছে। ভূমি সংক্রান্ত যাবতীয় অন্যান্য সেবা অনলাইন পোর্টালে পাওয়া যাচ্ছে।
ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা সহজেই সমাধানের জন্য মাঝে মাঝে সভা ও সেমিনার করা উচিত। প্রত্যন্ত অঞ্চলে কৃষিজীবী মানুষের কাছে ভূমি সেবা সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে হবে। ভূমির মালিকানা দাবির জন্য ও নিজ জমি সম্পর্কে সঠিক ধারণা পেতে দলিল, রেকর্ড, মিউটেশন দাখিলের মাধ্যমে জমি সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে নিজের জমি সঠিক ধারণা রাখা প্রয়োজন।
ভূমি সংক্রান্ত জটিলতার কারণেই অধিকাংশ ফৌজদারী মামলার সৃষ্টি হচ্ছে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ক কুইজের সাতজন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ করে যেতে পারে এ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা থেকে সর্বস্তরের জনগণ ভূমি সেবা সংক্রান্ত সকল তথ্য পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রিন্ট