সাজেদুর রহমানঃ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ জারির পর সারাদেশের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে আজ রোববার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করায় স্থবির হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দর। আমদানি-রফতানি বানিজ্য চালু রাখলেও পণ্য শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম বন্ধ রয়েছে। বিকাল ৫টার পর সামান্ন কিছু কাজ হয়েছে। আগামিকাল সোমবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি।
.
আমদানি-রফতানি সহ সকল কাজ বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে কাস্টমসের সংস্কার ঐক্য পরিষদ।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফর ওয়াডিং এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য রাজা বলেন, বাংলাদেশের কাস্টমসের সংস্কার ঐক্য পরিষদের একের পর এক কর্মবিরতির ফলে সল্প পরিসরে আমরা বাংলাদেশে পণ্য রফতানি করতে পারছি। পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল পার্কিং এ পণ্য বোঝাই ৫৫০ টি ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। অনেক রফতানিকারক পণ্য লোড বন্ধ রেখেছে।
.
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল আলম বলেন, কাস্টমসের সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির ফলে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কাস্টম অফিসাররা কাস্টমসে পণ্য শুল্কায়ন ও বন্দরে পণ্য পরীক্ষণ করছে না। ফলে ফাইলের স্তুপ জমে গেছে। সময় মতো পণ্য ডেলিভারী করতে পারছি না। অনেক শিল্প কলকারখানার কাঁচা মালও আটকে রয়েছে বন্দরে।
.
সরকার হারাচ্ছে রাজস্ব। সরকারের উচিত কাস্টমস অফিসারদের দাবি মেনে নেওয়া এবং সাভাবিক ভাবে কাজ চালু করা।
.
বেনাপোল কাস্টম হাউজের চেকপোষ্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, কাস্টমসের সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির মধ্যে ২৪ মে শনিবার ৩৫৭ ট্রাক আমদানি ও ১৯৪ ট্রাক পণ্য রফতানি হয়েছে। আজ রোববার সকাল থেকে পণ্য আমদানি-রফতানি সাভাবিক রয়েছে। আগামিকাল সোমবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি। আমদানি-রফতানি সহ সকল কাজ বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে কাস্টমসের সংস্কার ঐক্য পরিষদ।
প্রিন্ট