কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ স্কুল ছাত্রীর বাড়িতে জেলা প্রশাসক ও আর্থিক সাহায্য প্রদান। মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ স্কুল ছাত্রীর বাড়িতে আসেন ও আর্থিক সহায়তা প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার।
এই সময় তিনি উপস্থিত নিহতের মা বাবা ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন যে ক্ষতি হয়েছে তা পূরণ করার ক্ষমতা কারোরই নেই, তারপরও আল্লাহু আপনাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন আপনারা ধৈর্য ধারণ করুন। এ সময় তিনি আরো বলেন আমরা যতটুকু পেরেছি এই মুহূর্তে সাহায্য প্রদান করেছি এবং আগামীতে সরকারিভাবে যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করা হবে। তিনি নিহত ৪ স্কুল ছাত্রীর মা বাবা হাতে ২৫ হাজার টাকা করে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আব্দুল লতিফ, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক নূরে সফুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন প্রমুখ। পরে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য গত ২৯ শে সেপ্টেম্বর রবিবার ঢাকা থেকে আসা দ্রুতগতিসম্পন্ন মাইক্রোবাসের চাপায় মক্তবের ৪ কোরআন শিক্ষার্থী স্কুল ছাত্রী মৃত্যু বারণ করেন। এ সময় ১জন আহত হয়।
নিহতরা হলেন খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মিম খাতুন (১১), পালন শেখের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী জমজ দুই বোন নুসরাত জাহান মারিয়া (১৩) ও তানজিলা (১৩) এবং হেলাল শেখের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী যুথি খাতুন (১১)।
আহত নিহত এদের সকলের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া গ্রামে।