রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশুরঞ্জন সেনের ৫১ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার পালিত হবে।
তিনি ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলোক সেনের পিতা।
১৯৭৩ সালের ২ অক্টোবর দুষ্কৃতিকারীরা শহিদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের সেন বাড়িতে রাতের আঁধারে গুলি করে হত্যা করে আশুরঞ্জন সেনকে। তিনি সাবেক মামুনপুর ইউনিয়ন পরিষদের (বর্তমান শহীদ ওহাবপুর ও বসন্তপুর ইউনিয়ন) এর চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, আসুরঞ্জন সেনের পিতা জমিদার আদ্যনাথ সেন ও মাতা সরুজু বালা সেন এবং পরিবারের আরো চারজন সদস্য সহ মোট ছয় জন হাজার ১৯৭১ সালের ১০ই মে শহীদ হন। এ উপলক্ষে আগামীকাল ফরিদপুর শহরের রামকৃষ্ণ পল্লীতে “আশুরঞ্জন ভবনে” কলকাতায় এবং মেলবোর্ন অস্ট্রেলিয়ায় পারিবারিকভাবে স্মরণসভা অনুষ্ঠিত হবে।