ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অভিন্ন সার্ভিস কোড ও সকল অনিয়মিত শ্রমিকদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আজ শনিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদপুরের বিভিন্ন অফিসের কয়েক শত কর্মকর্তা কর্মচারী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তাদের দাবি তুলে ধরেন।
এ সময় তারা বিআরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অভিন্ন সার্ভিস কোড চালু এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত অনিয়মিত শ্রমিকদের চাকুরী নিয়মিত করণ করার দাবি জানান।