যশোরে আসন্ন দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। যাতে সনাতন ধর্মাবলম্বীরা নিশ্ছিদ্র নিরাপত্তার সাথে উৎসব এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পালন করতে পারে। এজন্য তিনি দলের নেতা- কর্মীদের নিজ নিজ এলাকার মন্দির পাহারা দেয়াসহ সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহায়তা করার নির্দেশ দিয়েছেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে সহায়তার লক্ষ্যে যশোর জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রবিবার (২৯ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্যের শুরুতে অনিন্দ্য ইসলাম অমিত সনাতন ধর্মাবলম্বীদের তার দলের ও ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানান।
যশোর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম. এ সালাম, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু প্রমুখ।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মুছা, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।