কুষ্টিয়ার খোকসায় হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। গতকাল সকালে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার।
এ সময় আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার কামরুজ্জামান সোহেল, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মালাকার, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
এ বছর খোকসা উপজেলায় ৫৯ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা উৎসবের পূজা অনুষ্ঠিত হবে। সভায জানানো হয় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য উপজেলা প্রশাসনের ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট