ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ Logo কুষ্টিয়ায় অপহরণের শিকার সেই শিশু এখন মায়ের কোলে Logo দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০টি কলেজের পাস করেনি কেউ Logo আল্ট্রাসনোগ্রাম-ইলেকট্রোলাইট অ্যানালাইজার নষ্ট, বাড়তি খরচ রোগীদের Logo যশোর চেম্বারের সাবেক সভাপতির সঙ্গে সজাগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত Logo ফরিদপুর সুপার মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত Logo ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo মাগুরার শালিখা উপজেলার মদ্যপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ এক Logo বোয়ালমারীর বিলচাপাদাহে নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শিবপুরে ফিড ব‌্যবসায়ী দৌলত খান‌কে  কু‌পি‌য়ে হত‌্যা 

নর‌সিংদীর শিবপুরে মা‌ছিমপুর ইউ‌নিয়‌নের দ‌ত্তেরগাঁও মধ‌্যপাড়া গ্রা‌মের মৃত আরজু খানের ছেলে ফিড ব‌্যবসায়ী দৌলত হো‌সেন খান‌ (৫২)‌, কে কুপিয়ে  হত‌্যা করে দুর্বৃত্তরা।
পা‌রিবা‌রিক ও বিভিন্ন সূ‌ত্রে জানা যায়, (২৮ সেপ্টেম্বর) সন্ত্রাসীরা সন্ধ‌্যা থে‌কেই চু‌রির ফাঁদ পে‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পায়তারা ক‌রতে থা‌কে। টের পে‌য়ে নিহত দৌলত খান পো‌ল্টি ফা‌র্মের দুজন কর্মচা‌রি‌কে নি‌য়ে ঘর থে‌কে বের হন।
বা‌ড়ির প‌শ্চি‌মে ১০০ গজ দূ‌রে মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির পা‌শে গে‌লেই ওতঁপে‌তে থাকা সন্ত্রাসীরা দৌলত খান‌কে দেখেই দেশীয় অস্ত্র দি‌য়ে এলো পাতালি কোপা‌তে থা‌কে। এ সময় সন্ত্রাসীরা মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির ওঠা‌নে ফে‌লেও এলো পাতালি কোপায়। নিহত দৌলত‌ খা‌নের বু‌কের পাজর, লিঙ্গ, হাত ও পা কেটে ফে‌লে। সন্ত্রাসীরা দৌলত খা‌নের মৃত‌্যু নি‌শ্চিত হলে ওইখান থেকে চলে যায়। প‌রে পু‌লিশ এ‌সে নিহ‌তের লাশ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতালে ম‌র্গে পাঠান।
‌দৌলত খানের দুজন কর্মচা‌রি জানান, পো‌ল্টি ফা‌র্মের কাজ শেষ ক‌রে শু‌য়ে পরি। প‌রে দৌলত দাদা আমা‌দের‌কে ডা‌কেন গা‌ড়ির ব‌্যাটা‌রি চু‌রি ক‌রে নি‌য়ে যাইতা‌ছে, আমরা বের হই। বের হ‌য়ে একটু সামনে গেলে ৮/৯ জন সন্ত্রাসী দৌলত দাদা‌র ওপর হামলা ক‌রে। প‌রে তি‌নি দৌড় দি‌তে চেষ্ঠা ক‌রলে তখন খু‌নিরা দাদা‌কে দা, কুড়াল দি‌য়ে কোপা‌তে থা‌কে ও আমাদের গলায় ছু‌ড়ি ধ‌রে রা‌খে। প‌রে দৌলত দাদা‌কে কু‌পি‌য়ে মৃত‌্যু নি‌শ্চিত ক‌রে চ‌লে যাওয়ার সময় আমরা ডাক চিৎকার শুরু করলে আশ-পা‌শের লোকজন বের হয়ে আসতে থাকেন এ সময় সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আমাদের শিবপুরে কিশোর গ্যাং এর অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা ব্যবসায়ীরা তাদের ভয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন এই কিশোর গ্যাং দের চিহ্নিত করে অতি শীগ্রই তাদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে শিবপুর থানার অ‌ফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, রাত্রে পুনে দুইটার দিকে ৫/৭ জনের একটি দল ব্যাটারি চুরির একটি নাটক সাজিয়ে দৌলত খানকে কুপিয়ে হত্যা করে। আমরা নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছি। নিয়তের জানাজাও দাফন সম্পন্ন হয়েছে। আমরা হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নিবো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ

error: Content is protected !!

শিবপুরে ফিড ব‌্যবসায়ী দৌলত খান‌কে  কু‌পি‌য়ে হত‌্যা 

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :
নর‌সিংদীর শিবপুরে মা‌ছিমপুর ইউ‌নিয়‌নের দ‌ত্তেরগাঁও মধ‌্যপাড়া গ্রা‌মের মৃত আরজু খানের ছেলে ফিড ব‌্যবসায়ী দৌলত হো‌সেন খান‌ (৫২)‌, কে কুপিয়ে  হত‌্যা করে দুর্বৃত্তরা।
পা‌রিবা‌রিক ও বিভিন্ন সূ‌ত্রে জানা যায়, (২৮ সেপ্টেম্বর) সন্ত্রাসীরা সন্ধ‌্যা থে‌কেই চু‌রির ফাঁদ পে‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পায়তারা ক‌রতে থা‌কে। টের পে‌য়ে নিহত দৌলত খান পো‌ল্টি ফা‌র্মের দুজন কর্মচা‌রি‌কে নি‌য়ে ঘর থে‌কে বের হন।
বা‌ড়ির প‌শ্চি‌মে ১০০ গজ দূ‌রে মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির পা‌শে গে‌লেই ওতঁপে‌তে থাকা সন্ত্রাসীরা দৌলত খান‌কে দেখেই দেশীয় অস্ত্র দি‌য়ে এলো পাতালি কোপা‌তে থা‌কে। এ সময় সন্ত্রাসীরা মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির ওঠা‌নে ফে‌লেও এলো পাতালি কোপায়। নিহত দৌলত‌ খা‌নের বু‌কের পাজর, লিঙ্গ, হাত ও পা কেটে ফে‌লে। সন্ত্রাসীরা দৌলত খা‌নের মৃত‌্যু নি‌শ্চিত হলে ওইখান থেকে চলে যায়। প‌রে পু‌লিশ এ‌সে নিহ‌তের লাশ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতালে ম‌র্গে পাঠান।
‌দৌলত খানের দুজন কর্মচা‌রি জানান, পো‌ল্টি ফা‌র্মের কাজ শেষ ক‌রে শু‌য়ে পরি। প‌রে দৌলত দাদা আমা‌দের‌কে ডা‌কেন গা‌ড়ির ব‌্যাটা‌রি চু‌রি ক‌রে নি‌য়ে যাইতা‌ছে, আমরা বের হই। বের হ‌য়ে একটু সামনে গেলে ৮/৯ জন সন্ত্রাসী দৌলত দাদা‌র ওপর হামলা ক‌রে। প‌রে তি‌নি দৌড় দি‌তে চেষ্ঠা ক‌রলে তখন খু‌নিরা দাদা‌কে দা, কুড়াল দি‌য়ে কোপা‌তে থা‌কে ও আমাদের গলায় ছু‌ড়ি ধ‌রে রা‌খে। প‌রে দৌলত দাদা‌কে কু‌পি‌য়ে মৃত‌্যু নি‌শ্চিত ক‌রে চ‌লে যাওয়ার সময় আমরা ডাক চিৎকার শুরু করলে আশ-পা‌শের লোকজন বের হয়ে আসতে থাকেন এ সময় সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আমাদের শিবপুরে কিশোর গ্যাং এর অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা ব্যবসায়ীরা তাদের ভয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন এই কিশোর গ্যাং দের চিহ্নিত করে অতি শীগ্রই তাদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে শিবপুর থানার অ‌ফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, রাত্রে পুনে দুইটার দিকে ৫/৭ জনের একটি দল ব্যাটারি চুরির একটি নাটক সাজিয়ে দৌলত খানকে কুপিয়ে হত্যা করে। আমরা নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছি। নিয়তের জানাজাও দাফন সম্পন্ন হয়েছে। আমরা হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নিবো।