ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে ৬ জেলেকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত Logo রাজশাহীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ.পি.ভি.) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত Logo প্রবাসীকে হত্যাঃ ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড, স্ত্রীর যাবজ্জীবন, খালাস ৪ Logo রাজ্যজুড়ে বিএসইউয়ের ‘প্রয়াস মক টেস্ট’ Logo মাদকাসক্তি নিরাময় কেন্দ্র; না টর্চার সেল ! Logo শিবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান : অবরুদ্ধ ২ ম্যাজিস্ট্রেট Logo দৌলতপুর কৃষক দল নেতার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গুলি Logo লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ Logo বোয়ালমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo মধুখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে সার-বীজ ব্যবসায়ী ও সাবেক সরকারি চাকুরের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬.০৯.২৪) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
জানা যায়, বোয়ালমারী পৌর সদরের ছোটকামারগ্রামে বসবাসরত সার-বীজ ব্যবসায়ী ও উপজেলা কৃষি অধিদপ্তরের সাবেক প্রধান সহকারী নারায়ন চন্দ্র চাকীর বাড়িতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতরা হানা দেয়। সীমানা প্রচীরের উপরের কাঁটাতার কেটে ভিতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ডাকাতরা নারায়ন চাকী ও বাড়ির অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ঘরের মধ্যে শুয়ে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
নারায়ন চন্দ্র চাকী বলেন, বাউনডারীর উপরের কাঁটাতার কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা আমাকে, আমার স্ত্রীকে ও আমার শালীকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে বেঁধে উপুর করে শুয়ে রাখে। তারপর আলমারী ভেঙ্গে নগদ সাড়ে তিন লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার বিগত রাত তিনটার সময় তারা ঘরে ঢোকে আর আযানের সময় বের হয়ে যায়।
যাওয়ার সময় দরজা বাইরে থেকে আটকিয়ে দিয়ে যায়। বৃহস্পতিবার আমার বোনাসের টাকা তুলেছি। ছেলে তাপস দোকান থেকেও টাকা এনে বাড়ি রেখেছিল। থানায় খবর দিলে ভোরেই পুলিশ এসে পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম রসুল বলেন, ডাকাতির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দৌলতপুরে ৬ জেলেকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

error: Content is protected !!

বোয়ালমারীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
এস. এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারীতে সার-বীজ ব্যবসায়ী ও সাবেক সরকারি চাকুরের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬.০৯.২৪) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
জানা যায়, বোয়ালমারী পৌর সদরের ছোটকামারগ্রামে বসবাসরত সার-বীজ ব্যবসায়ী ও উপজেলা কৃষি অধিদপ্তরের সাবেক প্রধান সহকারী নারায়ন চন্দ্র চাকীর বাড়িতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতরা হানা দেয়। সীমানা প্রচীরের উপরের কাঁটাতার কেটে ভিতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ডাকাতরা নারায়ন চাকী ও বাড়ির অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ঘরের মধ্যে শুয়ে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
নারায়ন চন্দ্র চাকী বলেন, বাউনডারীর উপরের কাঁটাতার কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা আমাকে, আমার স্ত্রীকে ও আমার শালীকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে বেঁধে উপুর করে শুয়ে রাখে। তারপর আলমারী ভেঙ্গে নগদ সাড়ে তিন লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার বিগত রাত তিনটার সময় তারা ঘরে ঢোকে আর আযানের সময় বের হয়ে যায়।
যাওয়ার সময় দরজা বাইরে থেকে আটকিয়ে দিয়ে যায়। বৃহস্পতিবার আমার বোনাসের টাকা তুলেছি। ছেলে তাপস দোকান থেকেও টাকা এনে বাড়ি রেখেছিল। থানায় খবর দিলে ভোরেই পুলিশ এসে পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম রসুল বলেন, ডাকাতির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।