আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৫:৩৩ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৯:৩১ পি.এম
বোয়ালমারীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ফরিদপুরের বোয়ালমারীতে সার-বীজ ব্যবসায়ী ও সাবেক সরকারি চাকুরের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬.০৯.২৪) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
জানা যায়, বোয়ালমারী পৌর সদরের ছোটকামারগ্রামে বসবাসরত সার-বীজ ব্যবসায়ী ও উপজেলা কৃষি অধিদপ্তরের সাবেক প্রধান সহকারী নারায়ন চন্দ্র চাকীর বাড়িতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাতরা হানা দেয়। সীমানা প্রচীরের উপরের কাঁটাতার কেটে ভিতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ডাকাতরা নারায়ন চাকী ও বাড়ির অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ঘরের মধ্যে শুয়ে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
নারায়ন চন্দ্র চাকী বলেন, বাউনডারীর উপরের কাঁটাতার কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা আমাকে, আমার স্ত্রীকে ও আমার শালীকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে বেঁধে উপুর করে শুয়ে রাখে। তারপর আলমারী ভেঙ্গে নগদ সাড়ে তিন লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার বিগত রাত তিনটার সময় তারা ঘরে ঢোকে আর আযানের সময় বের হয়ে যায়।
যাওয়ার সময় দরজা বাইরে থেকে আটকিয়ে দিয়ে যায়। বৃহস্পতিবার আমার বোনাসের টাকা তুলেছি। ছেলে তাপস দোকান থেকেও টাকা এনে বাড়ি রেখেছিল। থানায় খবর দিলে ভোরেই পুলিশ এসে পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম রসুল বলেন, ডাকাতির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha