রাজবাড়ীর কালুখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রাক-আইন শৃঙ্খলা এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিষয়ক আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কালুখালী থানা চত্ত্বরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান। সভায় বিএনপি নেতা লুৎফর রহমান, কেএম আইনুল হাবিব, কালুখালী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সাঈদ নিলু, বিএনপি নেতা মোসলেম উদ্দিন মিঞা, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসু , সাধারণ সম্পাদক, যাদব দত্ত বিএনপি নেতা এড. রকিবুল হাসান রুমা, জিয়াউর রহমান জিরু প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। জানা গেছে এ বছর কালুখালী উপজেলায় ৬০টি পূজা মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।