রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশক নিধনে ফগার মেশিন দিয়ে শহরের বিভিন্ন স্থানে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। জানা যায়, শনিবার বিকালে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পর্যায়ক্রমে পাংশা ডাক বাংলো, পাংশা
বাজারসহ পৌরসভার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও পাংশা পৌরসভার প্রশাসক মো. তারিফ-উল-হাসানের সার্বিক দিক-নির্দেশনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশক নিধনে পাংশা পৌরসভায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার পাংশা পৌরসভার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়।
পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন ও পৌরসভার বাজার পরিদর্শক মো. জাফর ইকবাল স্প্রে কার্যক্রম মনিটরিং করেন।
এ ব্যাপারে পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও পাংশা পৌরসভার
প্রশাসক মো. তারিফ-উল-হাসানের সার্বিক দিক-নির্দেশনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশক নিধনে পাংশা পৌরসভায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন স্থানে স্প্রে কার্যক্রম চলছে। বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।