নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালামকে (২৫), গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।
জানা যায়, আসামি আবু কালাম নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন উত্তর চরভাষানিয়া গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। আজ (১৯ সেপ্টেম্বর) আসামির নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই নরসিংদী জেলখানায় দুষ্কৃতকারীদের আক্রমণে কারারক্ষীদের অস্ত্র লুট ও সেখানে থাকা সকল বন্দিরা পালিয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করাতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।