শিক্ষার্থীরা আপনার সন্তানের মতো তাদেরকে আপনার সন্তানের মতোই শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষকরাই পারে একজন মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের উপস্থিতি তূলনামূলক কম। আপনাদের এই দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা কেনো বিদ্যালয়ে আসতে চাচ্ছে না তার কারণ নির্নয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহায়তা প্রদানে অগ্রাধিকার দেয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রুহুল আমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সমাপ্তি রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলি পারভীন, কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ প্রমুখ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক আশরাফুর রহমান ঝালকাঠি জেলায় কর্মস্থলে যোগদান করেন।
- আরও পড়ুনঃ বালিয়াকান্দিতে চুরির ঘটণায় ৩ জন গ্রেফতার
তিনি মতবিনিমিয়কালে বলেন, ‘সকলের সহযোগীতা ও পরামর্শ নিয়ে ঝালকাঠি জেলার উন্নয়ন ও আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। তিনি ঝালকাঠি জেলার সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।” এ সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
প্রিন্ট