রাজবাড়ীর বালিয়াকান্দিতে চুরি হওয়া মাণামাল উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত -১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ০৬.টা হইতে রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় আসামী উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত নাজিম উদ্দিন মৃধার ছেলে মোঃ মেহেদী হাসান টুকু (৪৫), মোঃ জালাল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২১), ও মোঃ ইউসুফ আলী শেখের ছেলে মোঃ ইনদাদুল শেখ(৩৬), বালিয়াকান্দি থানাধীন বাঘুটিয়া গ্রামের বিলের মধ্য থেকে দশ হাত লম্বা একটি কাঠের নৌকা, মূল্য অনুমান ৭০০০/- টাকা, দুই গাছ চায়না দুয়ারী মাছ ধরার জাল, মূল্য অনুমান ১২,০০০ টাকা এবং চৌদ্দ হাত লম্বা একটি কাঠের নৌকা, মূল্য অনুমান ১৫,০০০ টাকা চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মাশালিয়া বিলের মধ্য থেকে বালিয়াকান্দি থানা পুলিশ উল্লেখিত চোরদেরকে উপরোক্ত চুরি যাওয়া মালামাল সহ গ্রেফতার করেন।
ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
প্রিন্ট