ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

আলিফ হোসেনঃ

 

রাজশাহীর তানোরে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তানোর পৌরসভার মাসিন্দা, বুরুজ, জিওল, হালদারপাড়া,কুঠিপাড়া, ধানতৈড়, গোকুল।এছাড়াও উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর, আজিজপুর, অমৃতপুর, নড়িয়াল,তালন্দ ইউপির কালনা, দেউল,কামারগাঁ ইউপির দমদমা, বাতাসপুর, মালশিরা,নেজামপুর, হাতিশাইল ও চাঁন্দুড়িয়া ইউপির দাড়দহ, বেড়লপাড়া,জুড়ানপুরসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টির হয়েছে। আষাঢ়ের প্রথমদিন থেকেই বৃষ্টি হচ্ছে, কখানো ভারী কখানো হালকা।এদিকে টানা বৃষ্টি বৃষ্টি নির্ভর রোপা-আমণ চাষাবাদে উপকারে এসেছে। তবে ক্ষতিের মুখে পড়েছে সবজিখেত।

 

জানা গেছে, গ্রামাঞ্চলে জনবসতি, মৎস্যঘের, সবজিখেত, মরিচখেত জলমগ্ন ও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক স্থানে কাঁচা-পাকা রাস্তা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে করে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষ।অতিবৃষ্টির কারণে উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তানোরে বৈরী আবহাওয়ার প্রভাবে গত তিনদিন ভোর থেকেই একটানা বৃষ্টি শুরু হয়। এরমধ্যেও নিম্ন আয়ের দিনমজুর মানুষ তাদের কাজে বের হন।

 

এদিকে একটানা বৃষ্টির কারণে গত মঙ্গরবার বুধবার ও বৃহস্পতিবার হাট-বাজারে দোকান-পাটসহ হোটেল, রেস্টুরেন্টগুলোতে মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি। বিশেষ করে উপজেলার নিচু এলাকার বসতবাড়ি, রান্না ঘর, গোয়ালঘরে পানি উঠেছে। অধিকাংশ এলাকায় চলাচলের কাঁচাপাকা রাস্তা নস্ট হয়েছে। নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চলে পুকুর মাছেরঘেরে ডুবুডুবু করছে। পুকুর ও ঘের মালিকরা ঘের রক্ষা করতে বাঁধের উপর দিয়ে নেটজাল টানিয়ে শেষ রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

 

উপজেলার কামারগাঁ ইউপির মালার মোড়ের আব্দুল আয়ুব ও আব্দুল বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ছাঐড় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে রোপা-আমণ চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

তানোরে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

আপডেট টাইম : ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আলিফ হোসেনঃ

 

রাজশাহীর তানোরে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তানোর পৌরসভার মাসিন্দা, বুরুজ, জিওল, হালদারপাড়া,কুঠিপাড়া, ধানতৈড়, গোকুল।এছাড়াও উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর, আজিজপুর, অমৃতপুর, নড়িয়াল,তালন্দ ইউপির কালনা, দেউল,কামারগাঁ ইউপির দমদমা, বাতাসপুর, মালশিরা,নেজামপুর, হাতিশাইল ও চাঁন্দুড়িয়া ইউপির দাড়দহ, বেড়লপাড়া,জুড়ানপুরসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টির হয়েছে। আষাঢ়ের প্রথমদিন থেকেই বৃষ্টি হচ্ছে, কখানো ভারী কখানো হালকা।এদিকে টানা বৃষ্টি বৃষ্টি নির্ভর রোপা-আমণ চাষাবাদে উপকারে এসেছে। তবে ক্ষতিের মুখে পড়েছে সবজিখেত।

 

জানা গেছে, গ্রামাঞ্চলে জনবসতি, মৎস্যঘের, সবজিখেত, মরিচখেত জলমগ্ন ও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক স্থানে কাঁচা-পাকা রাস্তা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে করে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষ।অতিবৃষ্টির কারণে উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তানোরে বৈরী আবহাওয়ার প্রভাবে গত তিনদিন ভোর থেকেই একটানা বৃষ্টি শুরু হয়। এরমধ্যেও নিম্ন আয়ের দিনমজুর মানুষ তাদের কাজে বের হন।

 

এদিকে একটানা বৃষ্টির কারণে গত মঙ্গরবার বুধবার ও বৃহস্পতিবার হাট-বাজারে দোকান-পাটসহ হোটেল, রেস্টুরেন্টগুলোতে মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি। বিশেষ করে উপজেলার নিচু এলাকার বসতবাড়ি, রান্না ঘর, গোয়ালঘরে পানি উঠেছে। অধিকাংশ এলাকায় চলাচলের কাঁচাপাকা রাস্তা নস্ট হয়েছে। নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চলে পুকুর মাছেরঘেরে ডুবুডুবু করছে। পুকুর ও ঘের মালিকরা ঘের রক্ষা করতে বাঁধের উপর দিয়ে নেটজাল টানিয়ে শেষ রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

 

উপজেলার কামারগাঁ ইউপির মালার মোড়ের আব্দুল আয়ুব ও আব্দুল বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ছাঐড় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে রোপা-আমণ চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।


প্রিন্ট