গরু চুরির ১ ঘন্টার মধ্যে দু:সাহসীক অভিযান চালিয়ে চোরাই গরু ও ট্রাক উদ্ধার করেছে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ। শনিবার রাতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন কালুখালী থানার এসআই মো: আনোয়ার হোসেন।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান জানায়, রাত আনুমানিক ৩ টায় ১০/১২ জনের সংঘবদ্ধ গরু চোরেরা বহরের কালুখালী এলাকার আলেয়া বেগম, জিয়া মন্ডল ও ইদ্রিস আলীর বাড়ীতে হানা দিয়ে ৬ টি গরু চুরি করে। চোরেরা গরুগুলো ট্রাকে তুলে নেওয়ার সময় আলেয়া বেগম দেখে ফেলে। সে চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসে। ততক্ষন ট্রাক নিয়ে চোরেরা পালিয়ে যায়। এরই মাঝে গ্রাম্য যুবক মতিন ও মেহেদী হাসানের নেতৃত্ব একদল যুবক গরুবাহী ট্রাকের পিছু নেয়। তারা কালুখালী থানা পুলিশকে ঘটনাটি অবগত করে।
এ সংবাদ শোনার পর পুলিশ জনতা একসাথে চোরদের ব্যবহৃত গরুবাহী ট্রাক ধাওয়া করে। ট্রাকটি বেলগাছীর হরিহরপুর এলাকার চাপা ব্রীজে আটকে গেলে চোরেরা গরুসহ ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকসহ ৬ গরু উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, আটক ট্রাকটি দীর্ঘদিন গরু চুরির কাজে ব্যবহার হতো। গান্দিমারা বাজারের সিসি ক্যামেরার ফুটেজ মতে, এ ট্রাকে করে গত সপ্তাহে রামদিয়ার ৩ টি ও গান্দিমারার ২ টি গরু চুরি করা হয়েছে।
প্রিন্ট