সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রেজবুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। ডিএমএফ চিকিৎসক রেজবুল স্থানীয় নোভেল ফার্মেসীর মালিক। এর আগে ৬ রাস্তার মোড়ের থানাপাড়া মসজিদের সামনে এলাকাবাসী রেজবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।
এলাকাবাসীর অভিযোগ রেজবুল ইসলাম দীর্ঘদিন ধরে তার নিজ নামের ফেসবুক আইডিতে পবিত্র ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ আল কুরআন, সাহাবী এবং মাহানবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে অবমাননাকর লেখালেখি করছে এবং সেগুলি শেয়ার করছে। তাকে বারবার নিষেধ করার পরেও সে তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছিলো। এ কারণে এলাকাবাসী তার বিচারের দাবিতে একত্রিত হয়।
এদিকে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে রেজবুলকে তার বাসা থেকে আটক করে থানায় নিতে গেলে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে।
এ সময় কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরীকে আটকে রাখে বিক্ষোভকারীরা। পরে সদর উপজেলা ইউএনও পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের এবং ক্যাপ্টেন সাকলাইনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রেজবুল ইসলামের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়।
এলাকাবাসীর উদ্দেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহম্মাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়াদ্দার। মুঠোফোনে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। রেজবুল ইসলাম শহরের ছয় রাস্তার মোড় এলাকার ডা: জাহাঙ্গীর ইসলামের ছেলে।
প্রিন্ট