ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান Logo কুষ্টিয়ায় শেখ হাসিনাসহ ৪৬ জনের নামে মাহমুদুর রহমানের মামলা Logo বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু Logo কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ Logo বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমানের মতবিনিময় Logo নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত Logo এক পিস ইলিশ ২০০! Logo দেবী দুর্গার আগমন দোলায়, গমন হাতিতে: কী তাৎপর্য আছে এতে? Logo বিচারকের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া ড্রাইভার গড়ে তোলেন সম্পদের পাহাড়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জমি সংক্রান্ত বিরোধে এবাদত আলীকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যার চেষ্টা

কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার এবাদত আলী (৭৫) নামে এক এক ব্যক্তিকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন- কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার রতন শেখের ছেলে রাসেল হোসেন (৪৫), রাকিব হোসেন (৪২), একই এলাকার মন্টু শেখের ছেলে শরীফ শেখ (৩৮)।

জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবাদত আলীর মেয়ে আয়শা খাতুন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, এবাদত আলী এলাকায় কবিরাজি চিকিৎসা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এবাদত আলীকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে কয়েকজন তার চোখে কালো টেপ দিয়ে বেঁধে মোটরসাইকেলে করে তুলে নিয়ে কুমারখালি উপজেলার সাওতা এলাকার একটি রাস্তার পাশে ক্যানেলের মধ্যে ফেলে দেন। পরে ছুরি দিয়ে তার গলা কাটার সময় স্থানীয়রা দেখে ফেললে তারা এবাদত আলীকে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুল হক চৌধুরী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এবাদত আলীর মেয়ে আয়শা খাতুন জানান, যারা আমার বাবাকে হত্যার চেষ্টা করেছে আমি তাদের বিচার চাই। এজন্য তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান

error: Content is protected !!

জমি সংক্রান্ত বিরোধে এবাদত আলীকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যার চেষ্টা

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :

কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার এবাদত আলী (৭৫) নামে এক এক ব্যক্তিকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন- কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার রতন শেখের ছেলে রাসেল হোসেন (৪৫), রাকিব হোসেন (৪২), একই এলাকার মন্টু শেখের ছেলে শরীফ শেখ (৩৮)।

জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবাদত আলীর মেয়ে আয়শা খাতুন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, এবাদত আলী এলাকায় কবিরাজি চিকিৎসা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এবাদত আলীকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে কয়েকজন তার চোখে কালো টেপ দিয়ে বেঁধে মোটরসাইকেলে করে তুলে নিয়ে কুমারখালি উপজেলার সাওতা এলাকার একটি রাস্তার পাশে ক্যানেলের মধ্যে ফেলে দেন। পরে ছুরি দিয়ে তার গলা কাটার সময় স্থানীয়রা দেখে ফেললে তারা এবাদত আলীকে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুল হক চৌধুরী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এবাদত আলীর মেয়ে আয়শা খাতুন জানান, যারা আমার বাবাকে হত্যার চেষ্টা করেছে আমি তাদের বিচার চাই। এজন্য তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।