কুষ্টিয়ার কুমারখালীর গড়াই রেলওয়ে সেতুর সাইড বিমের উপর থেকে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে জিআরপি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার।
আজ রোববার দুপুর ২টার দিকে রেলওয়ে সেতুর জয়নাবাদ অংশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কুমারখালী গড়াই রেলওয়ে ব্রিজের জয়নাবাদ অংশে বিমের উপর একটি মরদেহ ২ দিন যাবত ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে মরদেহ উদ্ধারে দেরি হলেও রোববার রেলওয়ে পুলিশ কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেছেন।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। এটি হত্যা নাকি অপমৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে।
- আরও পড়ুনঃ কালুখালীতে নতুন ওসির যোগদান
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিউদ্দিন জানান, রেলওয়ে সেতুর সাইড বিমের উপর যুবকের লাশ ঝুলে ছিল। বৈরী আবহাওয়ার মধ্যে তারা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।