আজকের তারিখ : এপ্রিল ১২, ২০২৫, ৮:৪১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৮:০৩ পি.এম
কুমারখালী রেল সেতুর উপর ঝুলে ছিল যুবকের লাশ

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই রেলওয়ে সেতুর সাইড বিমের উপর থেকে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে জিআরপি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার।
আজ রোববার দুপুর ২টার দিকে রেলওয়ে সেতুর জয়নাবাদ অংশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কুমারখালী গড়াই রেলওয়ে ব্রিজের জয়নাবাদ অংশে বিমের উপর একটি মরদেহ ২ দিন যাবত ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে মরদেহ উদ্ধারে দেরি হলেও রোববার রেলওয়ে পুলিশ কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেছেন।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। এটি হত্যা নাকি অপমৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিউদ্দিন জানান, রেলওয়ে সেতুর সাইড বিমের উপর যুবকের লাশ ঝুলে ছিল। বৈরী আবহাওয়ার মধ্যে তারা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha