রাজবাড়ীর কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। নতুন ওসির নাম মো: জাহেদুর রহমান। তিনি শুক্রবার কালুখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন।
নবাগত ওসি জাহেদুর রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০১৬ সালে পুলিশের ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি পান। এরপর ঢাকার এসবি শাখায় কাজ করেন। এর আগে তিনি খুলনা ও ঢাকার মীরপুর শাহ আলী থানায় সাহসীকতার সহিত কাজ করে খ্যাতি অর্জন করেছেন। তবে ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মজীবন।
কালুখালীর নতুন ওসি মো: জাহেদুর রহমান জানান, কালুখালী থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। তিনি এ কাজে সকলের সহযোগীতা কামনা করেন।